জামালপুরের মেলান্দহ পৌরসভা দীঘলবাড়ি এলাকায় ধানক্ষেত থেকে হাত পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) পৌরসভার ২নং ওয়ার্ডে দীঘলবাড়ি তেঁতুলতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মো. সোহেল মাহমুদ বলেন, ধানক্ষেত থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
টিএইচ